প্রকাশিত: Thu, Feb 2, 2023 3:20 PM
আপডেট: Sat, May 10, 2025 3:47 AM

আপনি কি সত্যি বউকে খুব বিশ^াস করেন, নিজেকে প্রশ্ন করুন

আকতার বানু আলপনা : কিছু গৎবাঁধা কথা আছে, যা আপনি হরহামেশাই বেশির ভাগ পুরুষদের বলতে শুনবেন। যেমনÑ[১] ‘আমি আমার বউকে খুউউউবই ভালোবাসি।’ সত্যি বাসেন? সাংসারিক কাজে স্ত্রীকে সাহায্য করেন? প্রতিদিন স্ত্রীকে কতগুলো কাজের হুকুম করেন? আর স্ত্রীর কয়টা কাজের হুকুম আপনি নিজে তামিল করেন? স্ত্রী চাকরিজীবী হলে ছুটির দিনে স্ত্রীকে একটু আরাম করতে দেন? প্রতি মাসে আপনার সাধ্যমতো কিছু টাকা কি আপনার স্ত্রীকে হাতখরচ বাবদ দেন? নাকি বাজার খরচের টাকা দিয়েই দায়িত্ব সারেন? আপনার নিজের বাবা-মা-ভাই-বোনদের দেখাশোনা আপনি যেভাবে করেন, আপনার স্ত্রীকেও কি সেভাবে করতে দেন? আপনার মতো আপনার স্ত্রীকেও কি তার পরিবারের লোকজনের সাথে তার ইচ্ছামতো সময়ে দেখা করতে যেতে দেন? 

[২] ‘আমি আমার বউকে খুউউউবই বিশ্বাস করি’। সত্যি করেন? তাহলে স্ত্রীর ফোনে কল আসার সাথে সাথে আপনার কান সজাগ হয়ে ওঠে কেন? রাত দশটার পর আপনার স্ত্রীর ফোনে কেউ কল করলে আপনার গায়ের সব লোম খাড়া হয়ে যায় কেন? শেষ কবে আপনার স্ত্রীকে একা তার কোনো বন্ধু বা বান্ধবীর সাথে দেখা করতে যাবার অনুমতি দিয়েছেন? আদৌ কখনো দিয়েছেন কি?  

[৩] ‘আমি আমার বৌয়ের কোনো কাজে বাধা দিই না’। সত্যি দেন না? আপনার স্ত্রীকে তার ইচ্ছামতো বাপের বাড়ি বা কোথাও যেতে দেন? কোনো একটা ঈদও কি তাকে তার বাপের বাড়ি করতে দিয়েছেন? আপনার স্ত্রীর ফেসবুক চালানো কি আপনি সত্যি পছন্দ করেন? বাধা দেন না? এ নিয়ে প্রায়ই তাকে কথা শোনান না? (আমি এযাবৎ যত মহিলাকে প্রশ্ন করেছি, তারা সবাই বলেছেন, তাদের স্বামীরা তাদের ফেসবুক চালানো পছন্দ করেন না, বিরক্ত হন, নিষেধ করেন, কথা শোনান)।

৪। "আমি আমার বৌয়ের টাকা নিইনা।" সত্যি নেননা? আপনার বৌ তার বেতনের সব টাকা কি জমাতে পারে? সংসারের কোন খরচই কি আপনি তাকে করতে দেন না? যেসব বৌরা চাকরি করেন না, তারা তাদের বাপের বাড়ি থেকে পাওয়া সম্পদ কি ইচ্ছামত খরচ করতে পারে? আপনি করতে দেন? 

[৫] ‘আমি নারী স্বাধীনতায় বিশ্বাসী’। সত্যি তাই? আপনি আপনার স্ত্রীকে তার ইচ্ছামতো পোশাক পরতে দেন? আপনার স্ত্রীর জিন্স পরা, সাজগোজ করা, কপালে টিপ দেওয়া, বোরখা না পরাÑ এসব পছন্দ করেন? কোনো মেয়ের সিগারেট বা মদ খাওয়া, একা একা ঘুরতে যাওয়া, মোটরসাইকেল চালানো, বয়ফ্রেন্ডের সাথে অন্তরঙ্গ হওয়াÑ এসব সমর্থন করেন? [৬] ‘আমি মেয়েদের সমঅধিকারে বিশ্বাস করি’। সত্যি করেন? আপনি কি আপনার নারী সহকর্মীদেরকে আপনার সমান যোগ্য মনে করেন? নিজে খাওয়ার আগে আপনার স্ত্রী বা মায়ের জন্য কতোটুকু খাবার আছে, কখনো খোঁজ নিয়েছেন? আপনি আপনার বাবার সম্পত্তির অংশ আপনার বোনদের ঠিকমতো বুঝিয়ে দিয়েছেন?

মর‌্যাল অফ দ্য স্টোরি : মুখে যতই বলুন না কেন, পুরুষরা আসলে কখনোই কোনো নারীকে তার নিজের সমান প্রাধান্য বা সম্মান দেন না। সবসময় নারীদের তাদের অধীনস্থ, আজ্ঞাবহ এবং তাদের তুলনায় হীন মনে করেন। তারা সবসময়ই নানাভাবে নারীদের ওপর আধিপত্য বিস্তার করে রাখেন। ফেসবুক থেকে